ইসবপুর ইউনিয়নে ইমপ্যাক্ট প্লাস শিশুদের ব্যতিক্রমী দৃষ্টান্ত — নিজেরাই কাঁদা-মাখা রাস্তায় নামলো সংস্কারের কাজে
স্থান: ইসবপুর ইউনিয়ন, নওগাঁ জেলা
তারিখ: ০৫/০৭/২০২৫
ইসবপুর ইউনিয়নের একটি মেঠো কাঁচা রাস্তা — যেখানে প্রতিদিন অসংখ্য শিশু স্কুলে যাতায়াত করে। বর্ষা মৌসুমে এই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে; গর্তে জমে পানি, তৈরি হয় কাঁদা। স্থানীয় মানুষ ও শিক্ষার্থীরা এতে চরম ভোগান্তির শিকার হন। কিন্তু এই পরিস্থিতিকে মেনে না নিয়ে, হাতে ইট ও মাটি তুলে রাস্তা সংস্কারের কাজে নেমে পড়ে ইমপ্যাক্ট প্লাস শিশু ফোরামের সদস্যরা।
ছবিতে দেখা যাচ্ছে, শিশুরা নিজেরা কাঁদায় পা ডুবিয়ে হাতে তুলে নিচ্ছে ইট, গর্ত ভরাট করছে মাটি দিয়ে। পেছনে স্কুলব্যাগ—সেই সঙ্গে সামনে দায়িত্ববোধ। কারও পরনে সাদামাটা পোশাক, কেউবা রঙিন জামা পরে—কিন্তু সবার চোখেমুখে একটাই অভিব্যক্তি—“আমরাই পারি পরিবর্তন আনতে।”
স্থানীয় এক নারী অভিভাবক বলেন,
"এতো ছোট ছোট বাচ্চারা যেখানে নিজের গ্রাম নিয়ে ভাবে, সেখানে বড়রা নিশ্চুপ থাকে এটা সত্যিই লজ্জার।"
ইমপ্যাক্ট প্লাসের এক শিশু সদস্য জানায়,
"এই রাস্তাটা আমাদের স্কুলে যাওয়ার পথ। প্রতিদিন ভিজে জামা-কাপড় নিয়ে ক্লাস করতে হয়। কেউ ঠিক করে না, তাই আমরা নিজেরাই ঠিক করছি।"
এই কাজ শুধু রাস্তা মেরামত নয়, এটি শিশুদের নাগরিক দায়িত্ববোধের এক অনন্য নিদর্শন। তাদের এমন উদ্যোগ এলাকার অভিভাবক ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি কেড়েছে। এই ঘটনাই প্রমাণ করে, শিশুদের যদি সুযোগ ও অনুপ্রেরণা দেওয়া হয়, তারা সমাজ বদলে দিতে পারে।
এমন সময়োপযোগী উদ্যোগ কেবল রাস্তার মেরামত নয়, বরং তা সমাজে সচেতনতা তৈরির এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
ছবিটি সেই মুহূর্তের এক বাস্তব দলিল—যেখানে শিশুদের হাতেই গড়ে উঠছে আগামী দিনের সুন্দর বাংলাদেশ।
0 Comments