sponsor

নওগাঁয় বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস-২০২৫ উদযাপন


 নওগাঁয় বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস-২০২৫ উদযাপন। 


স্টাফ রিপোর্টার- শুভ চন্দ্র বর্মন।


 অদ্য ১৯ জুন ২০২৫ নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয়। এবছ দিবসটির প্রতিপাদ্য ছিল "স্বপ্নের ডানায় ভর করি, শিশু শ্রমের শৃঙ্খল ছিঁড়ি; এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি;"


আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধামইরহাট এরিয়া প্রোগ্রাম, জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে  বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন — অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং মৌসুমি এনজিওর প্রতিনিধিরা।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল, বিশেষ অতিথি  অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মোঃ সাইকাত ইসলাম, সমাজসেবা কর্মকর্তা, ও  সিভিল সার্জন অফিসের প্রতিনিধি। 


আলোচনা পর্বে বক্তারা শিশু শ্রমের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করেন এবং সবাইকে এ বিষয়ে আরও সচেতন হতে আহ্বান জানান। তাঁরা বলেন, শিশুদের কল্যাণ নিশ্চিত করতে সমাজের সকলকে একসাথে কাজ করতে হবে এবং এই সমস্যার সীমান্তবর্তী প্রভাবগুলোর প্রতিও দৃষ্টি দিতে হবে।

Post a Comment

0 Comments