ইসবপুর ইউনিয়ন শিশু ফোরামের উদ্যোগে গাছের চারা বিতরণ
প্রতিবেদন
স্থান: ইসবপুর ইউনিয়ন, ধামইরহাট, নওগাঁ
তারিখ:১৭ জুলাই ২০২৫
ইসবপুর ইউনিয়ন শিশু ফোরামের সদস্যরা তাদের উদ্ভাবনী ও পরিবেশবান্ধব চিন্তাধারা থেকে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। গতকাল তারা ইম্প্যাক্ট প্লাস শিশুদের মাঝে গাছের চারা বিতরণ করেছে, যা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় ও সচেতনমূলক কার্যক্রম।
এই উদ্যোগ বাস্তবায়নের জন্য শিশু ফোরামের সদস্যরা নিজেদের ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহ করে বিক্রি করে এবং পাশাপাশি নিজেদের মাটির ব্যাংকে সঞ্চিত অর্থ ব্যয় করে গাছের চারা ক্রয় করেন। অর্থাৎ, এই পুরো উদ্যোগটি তারা সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে ও নিজেদের অর্থায়নে সম্পন্ন করে।
চারা বিতরণের সময় উপস্থিত ছিলেন ভিডিএস (ভিলেজ ডেভেলপমেন্ট সংস্থা) সভাপতি জনাব মামুনুর ইসলাম। তিনি শিশুদের এই প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন। তার মতে, "এই ছোট ছোট উদ্যোগ থেকেই বড় পরিবর্তনের সূচনা হয়।"
শিশুদের এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার বার্তা দেয়নি, বরং সমাজে শিশুদের দায়িত্বশীল ভূমিকা ও স্বনির্ভর চিন্তার উদাহরণ স্থাপন করেছে। এটি নিঃসন্দেহে অন্য শিশু ও যুব সংগঠনের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
প্রতিবেদন প্রস্তুতকারী:
শুভ চন্দ্র বর্মন
শিশু সাংবাদিক
nknews24
0 Comments