আলমপুর ইউনিয়নে ইমপ্যাক্ট প্লাস সেশন ও সৃজনশীল কার্যক্রম অনুষ্ঠিত
আজ আলমপুর ইউনিয়নে অনুষ্ঠিত হলো একটি প্রাণবন্ত ইমপ্যাক্ট প্লাস সেশন। এই সেশনের মূল উদ্দেশ্য ছিল শিশুদের মধ্যে আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা।
সেশনের এক বিশেষ অংশে শিশুরা নিজেদের হাতে তৈরি করেছে সুন্দর ঘরোয়া পাপোশ। রঙ-বেরঙের কাপড় ও সৃজনশীল চিন্তার সমন্বয়ে তৈরি এই পাপোশগুলো যেন শিশুদের মনের কথা বলে। শুধু শিল্পচর্চাই নয়, এই কার্যক্রমের মাধ্যমে তারা শিখেছে কিভাবে পুরাতন জিনিস পুনঃব্যবহার করে নতুন কিছু তৈরি করা যায়।
এ ধরনের উদ্যোগ শিশুদের আত্মপ্রকাশ ও সমাজের প্রতি ইতিবাচক মনোভাব গঠনে অত্যন্ত কার্যকর। অংশগ্রহণকারী শিশুরা সবাই ছিল আনন্দিত ও গর্বিত—কারণ তারা কিছু শিখেছে, কিছু তৈরি করেছে, এবং নিজের হাতে গড়া জিনিসে খুঁজে পেয়েছে আনন্দ।
0 Comments