sponsor

ভেড়ম দ্বি মূখী উচ্চ বিদ্যালয়ে সরকার প্রদত্ত গাছ বিতরণ

 




ভেড়ম দ্বি মূখী  উচ্চ বিদ্যালয়ে সরকার প্রদত্ত গাছ বিতরণ

ভেড়ম, ২৬ জুন ২০২৫

আজ ভেড়ম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সরকার প্রদত্ত গাছের চারা বিতরণ করা হয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণির মধ্যে যেসব শিক্ষার্থী অর্থনৈতিকভাবে অসচ্ছল কিন্তু শিক্ষায় মেধাবী, তাদের মধ্যে এই গাছ বিতরণ করা হয়।

সরকারি এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং ঘরের আঙিনায় সবুজায়নের সুযোগ তৈরির লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হয়।

গাছ বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ লুৎফর রহমান। তার সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা মোসা: মুসলিমা আক্তার। তারা শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দিয়ে এগুলোর যথাযথ পরিচর্যার বিষয়ে উৎসাহ প্রদান করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকরা মনে করছেন, সরকারের এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তুলবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ বাংলাদেশের স্বপ্ন দেখাতে অনুপ্রাণিত করবে।

প্রতিবেদক:
শুভ চন্দ্র বর্মন 

Post a Comment

0 Comments