ভেড়ম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে পূর্বঘোষিত পরীক্ষার দিনে শিক্ষার্থীদের মিশ্র অনুভূতি
প্রতিবেদক: শুভ চন্দ্র বর্মন | সাংবাদিক, NKnews24 | স্থান: ভেড়ম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়
আজ ২৪/০৬/২০২৫ হলো ভেড়ম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পূর্বনির্ধারিত পরীক্ষা। দীর্ঘ ছুটির পর এই পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া।
পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি আমি, শুভ চন্দ্র বর্মন। শিক্ষার্থীরা জানান, তারা আগেই জানতেন যে ছুটির পরপরই পরীক্ষা হবে। তবে বাস্তবে ছুটির পর হঠাৎ করে পরীক্ষায় বসা কিছুটা চাপের ছিল বলে তারা মন্তব্য করেন।
শিক্ষার্থীরা সরাসরি তাদের অভিমত প্রকাশ করেন।
তাদের কেউ বলেন—
“পরীক্ষার বিষয়টি আগে থেকেই জানতাম, কিন্তু ছুটির পরপরই পরীক্ষা হওয়ায় ঠিকভাবে প্রস্তুতি নিতে পারিনি।”
আবার কেউ কেউ বলেন—
“ভালো হয়েছে, না হলে হয়তো পুরোপুরি পড়াশোনা ভুলে যেতাম।”
তাদের এই প্রতিক্রিয়া আমাদেরকে শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা এবং মানসিক প্রস্তুতির গুরুত্ব সম্পর্কে ভাবতে শেখায়।
যদিও পরীক্ষা পূর্বঘোষিত ছিল, তবুও শিক্ষার্থীদের অভিজ্ঞতা বলছে—দীর্ঘ বিরতির পর মানসিক প্রস্তুতিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে ইতিবাচক দিক হলো, শিক্ষার্থীরা ধীরে ধীরে আবারও পড়ালেখার ছন্দে ফেরার চেষ্টা করছে।
0 Comments